মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০২২
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ইএসডিও ম্যাজিক বাসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ইএসডিও ম্যাজিক বাসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
দেশায়ন ডেস্ক:
`ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়া হচ্ছে মেধা বিকাশ ও সুস্থ থাকার অন্যতম কৌশল’ এই প্রতিবাদ্য বিষয়ে ইএসডিও ম্যাজিক বাস চাইল্ডহুড টু লাইভলিহুড (সিটুএল) প্রজেক্টের উদ্যোগে পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২২। আটোয়ারী উপজেলার প্রকল্পভুক্ত স্কুলগুলো নিয়ে গত ১৩ নভেম্বর শুরু হওয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয় ১৪ নভেম্বর।
গত সোমবার দুপুরে ফাইনাল খেলায় প্রথমে (বালিকা) রাধানগর হাজি সাহার আলী উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ২-৩ গোলে দিনমারা উচ্চ বিদ্যালয় এবং (বালক) রাধানগর হাজি সাহার আলী উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ১-২ গোলে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় পরাজিত করে ৷ এর আগে রবিবার রাধানগর হাজি সাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রকল্পভুক্ত ১০ টি স্কুলের মধ্যে ৫ টি স্কুলের টিমের খেলা অনুষ্ঠিত হয়। বালক ও বালিকা উভয়ই মিলে ১০ টি টিমের খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি প্রদান করা হয়৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাধানগর হাজি সাহার আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জবায়দুর রহমান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা। অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার রায় এবং ম্যাজিক বাস সিটুএল আটোয়ারী উপজেলার প্রজেক্ট ম্যানেজার মো.আনোয়ার আজম,ফুটবল কোচ খায়রুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ফিফা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায়, ম্যাজিক বাস গ্লোবাল ও ম্যাজিক বাস ইন্ডিয়ান ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এবং ওই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
দীর্ঘকাল ধরে এই প্রকল্পের আওতায় নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। শিশুকাল থেকে পরবর্তী জীবন পর্যন্ত কিভাবে নিজদেরকে পরিচালিত করতে হবে সে সমন্ধে তাদের শিক্ষা প্রদান করা হয় ৷ তাছাড়া সঠিক প্রশিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার পাশাপাশি প্রশিক্ষিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম কাজ ৷ যাতে তারা ভালো প্রশিক্ষণ নিয়ে মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ম্যাজিক বাস।