শুক্রবার ● ২৮ অক্টোবর ২০২২
প্রচ্ছদ » অনুসন্ধানী » ঠাকুরগাঁওয়ে শিক্ষক দিবস’২২ উদযাপন
ঠাকুরগাঁওয়ে শিক্ষক দিবস’২২ উদযাপন
দেশায়ন ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৭ অক্টোবর বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের জেলা পরিষদ বিডি হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে চৌরাস্তা ট্রাফিক মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিডি হলে এসে বর্ণাঢ্য র্যালি শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল জলিল শিক্ষক, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম স্বপন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক,স্বাধীনতা শিক্ষক পরিষদের
সভাপতি মো. জুলফিকার আলী ভুট্টো,সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. রওশন আরা বেগমসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।