মঙ্গলবার ● ১৩ সেপ্টেম্বর ২০২২
প্রচ্ছদ » অনুসন্ধানী » ঠাকুরগাঁওয়ে জেলা ওয়ার্কার্স পার্টির সভা
ঠাকুরগাঁওয়ে জেলা ওয়ার্কার্স পার্টির সভা
দেশায়ন ডেস্ক:
গত রবিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণসভা পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে রাণীশংকৈলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইনচার্জ ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হবিবর রহমান। সভায় উপস্থিত থেকে আলোচনায় জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফয়জুল ইসলাম,জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাবেক অধ্যক্ষ কমরেড মো. তাজুল ইসলাম, কমরেড তৈমুর হোসেন, কমরেড আবু জাহেদ জুয়েল, কমরেড অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, কমরেড অধ্যাপক গোলাম সারোয়ার সম্রাট,কমরেড নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সদস্য কমরেড লুৎফর রহমান, কমরেড আনোয়ার হোসেন চৌধুরী, কমরেড গোলাম রসুল ও কমরেড মো. রফিকুজ্জামান রফিক।
প্রধান অতিথির বক্তব্যে কমরেড মানিক বলেন, দেশে চলতি কৃষি মৌসুমে কৃষক সমাজ প্রয়োজনীয় সার পাচ্ছে না। অসাধু সার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করছে। এর বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীদের কৃষকদের পাশে দাঁড়াতে হবে। আগামী দুই-তিন মাসের মধ্যে কৃষক সংগঠনের সম্মেলনের মধ্য দিয়ে বৃহত্তর কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় ।