বুধবার ● ১৭ অক্টোবর ২০১৮
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে রংপুর ডিআইজি’র সঙ্গে সূধীজনের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে রংপুর ডিআইজি’র সঙ্গে সূধীজনের মতবিনিময়
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। সোমবার পুলিশ লাইন্স কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, ‘বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, বিদেশীরা বিনিয়োগ করেছে। আরো অনেকে বিনিয়োগকারী অপেক্ষা করছে। তারা বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়। কিন্তু এ উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। এটা হলে দেশ এগিয়ে যাবে। আমাদের জন্য আইন শৃংখলা রক্ষা করা সম্ভব। তবে এই শক্ত কাজে আপনাদের সুধীজনদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। যারা এই দেশে অপশক্তি কায়েম করতে চায়। তাদের সম্পর্কে আপনারা আমাদের তথ্য দিবেন। কারণ আপনারা সুধীজন সমাজের বিভিন্ন স্থানে রয়েছেন। যেন এই সব দুষ্কৃতিকারীরা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে সচেতন রাখতে হবে।’
এ সময় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, সহ-সভাপতি মকবুল হোসেন বাবু, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, পাবলিক প্রসিউকিটর অ্যাড. শেখর কুমার, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার বদরউজদ্দোজা। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সদর উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমূল হুদা শাহ্ মোঃ এ্যাপোলো, বালিয়াডাঙ্গি সাবেক উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী, ইএসপিও এপিসি শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম, রাণীশংকৈল সিনিয়র এ.এসপি মোহা. হাসিবুল আলম, নবাগত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ডিআইও ওয়ান নাজমূল আলম, জেলা মহিলালীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা, সাংবাদিক কামরুল ইসলাম রুবাইয়েত, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল প্রমুখ। ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য আরো বলেন, ‘বর্তমান পুলিশের নতুন নতুন ইউনিট গঠন করেছে সরকার। তথ্য প্রযুক্তিতেও পুলিশের আলাদা ইউনিট গঠন করা হয়েছে। বর্তমানে সারা দেশে প্রায় ২ লাখ ৯ হাজার সদস্য কমরত রয়েছে। দেশের প্রতিটি মানুষ যাতে করে বাহিরে বের হয়ে সুস্থ ও স্বাভাবিকভাবে বাড়িতে ফেরত আসতে পারে সেই লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। স্কুল-কলেজের শিার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের পদপে গ্রহণ করা হচ্ছে।’