সোমবার ● ৪ জুলাই ২০২২
প্রচ্ছদ » কৃষি » সালন্দর কুরবানি পশুহাটে ১৪৪ ধারা জারি
সালন্দর কুরবানি পশুহাটে ১৪৪ ধারা জারি
দেশায়ন ডেস্ক:
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কুরবানির পশু হাটে ১৪৪ ধারা জারি করা হয়। আজ সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন এ আদেশ প্রদান করেন।
সূত্র মতে, সালন্দর উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে ২ একর জমিতে কুরবানির পশু বিক্রির হাট বসানোর জন্য মাইকিং করা হয় এবং সেখানে হাটও বসে। এ অবস্থায় অভিযোগকারী হাটের ওই ২ একর জমি দাবি করে মো. গোলাম মাওলা চৌধুরী একই এলাকার চৌধুরী মোহাম্মদ মোস্তফা (লাবু) সহ ৪ জনকে অভিযুক্ত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ জমা করেন।
এই পরিস্থিতিতে আদালত ১৪৪ ধারা জারি করেন।এছাড়াও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনকে নালিশী সম্পত্তিতে শান্তি, শৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।আজ সোমবার সদর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে কুরবানীর পশু হাট বন্ধ করে দেন এবং উভয় পক্ষকে শান্তি,শৃংখলা বজায় রাখার জন্য জানান।