বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে ‘উন্নয়ন মেলা’৪-৬ অক্টোবর : সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে ‘উন্নয়ন মেলা’৪-৬ অক্টোবর : সংবাদ সম্মেলন
দেশায়ন ডেস্ক : সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম জনগণ তথা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উপস্থাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে উন্নয়ন মেলা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ বুধবার জেলা প্রশাসকের সভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনুসর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, ক্রীড়া সংম্পাদক আসাদুজ্জামান শামিম, সাংবাদিক আখতার হোসেন রাজা, খোদা বকশ্ ডাবলু প্রমুখ।
আগামী ৪-৬ অক্টোবার ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে উন্নয়ন মেলা হবে। মেলায় প্রায় শতাধিক উন্নয়ন স্টল স্থান পেয়েছে। এছাড়াও উন্নয়ন মেলা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হবে। পরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে মেলা উদ্বোধন করা হবে। আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি থেকে উদ্বোধন করবেন।
মেলা প্রাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার, জনসাধারণকে সেবা প্রদানের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর একদিন’ শীর্ষক ভিডিও চিত্র প্রদর্শন শেষে সন্ধায় মুক্তিযুদ্ধের চেতনা ও শেখ হাসিনা সরকারের সাফল্য উপজীব্যভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়াও শুক্রবার মেলা প্রাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতা, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও পোষ্টার অঙ্কন প্রতিযোগিতা, প্রানের ঠাকুরগাঁও শীর্ষক পর্যটন ব্র্যার্ন্ডিং বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন, জেলার ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা বিষয়ক থিম সং পরিবেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শনিবার জেলার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজ ভাবনা বিষয়ক রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা, বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন কার্যক্রমের উপর ভিডিও চিত্র প্রদর্শন শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। মেলা উল্লেখিত দিনে সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।