শনিবার ● ২৬ জুন ২০২১
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁওয়ে লকডাউনের তৃতীয় দিনে আইন-শৃঙ্খলা : জেল-অর্থদন্ড
ঠাকুরগাঁওয়ে লকডাউনের তৃতীয় দিনে আইন-শৃঙ্খলা : জেল-অর্থদন্ড
দেশায়ন ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঠাকুরগাঁওয়ের তৃতীয় দিনের মত চলছে লকডাউন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার কালীবাড়ি,সত্যপীরবাজার,সদর হাসপাতাল মোড়,বাসস্ট্যান্ড বাজার,গোধূলি বাজার এলাকায় রাস্তায় স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। তিনি রোডবাজার,রহিমানপুর ইউনিয়নের পোকাতিবাজার,জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ ও মাদারগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় তিনি শপিং ও দোকানে স্বাস্থ্য বিধি মেনে চলা,সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ছাড়া বের হওয়া এবং নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ায় ২ জন মোটর সাইকেল আরোহীকে, ২ জন দোকানীকে কাপড়ের দোকান খোলা রাখায় ১ জন দোকানীসহ মোট ৫ জনকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। সদর হাসপাতালে অশ্লীল কাজে হাতে নাতে এক নারী (২০) পিতা মোকসেদ মোল্লা কে আটক করা হয়। তার পুরুষ সংগী পালিয়ে গেলেও সে ধরা পড়ে। তার অপরাধ স্বীকার করলে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া জেলার রাণীশংকৈল উপজেলার হাটবাজার,মার্কেট,শপিংমল ও গণপরিবহনসহ বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি আদেশ অমান্য কারীদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪৫ টি মামলায় বিভিন্ন জনকে ২৮ হাজার ১ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।