বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস করার দাবিতে ওয়ান বাংলাদেশের মানববন্ধন
২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস করার দাবিতে ওয়ান বাংলাদেশের মানববন্ধন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ও পাকিস্তানকে রাষ্ট্রিয়ভাবে ক্ষমা চাওয়ার দাবিতে মানববন্ধন পালন করা হয়। বৃহস্পতিবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
ওয়ান বাংলাদেশ নামক সংগঠনের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ মুহাম্মদ আলী হুসাইন, সাধারণ সম্পাদক হাসান তারেক সজীব, কোষাধ্যক্ষ ফরিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক তৌফিকুর ইসলাম মেলু, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম প্রমুখ। বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি ও পাকিস্তানকে এই হত্যাকান্ড স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান।