বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধের কবিতাপাঠ ‘বিজয়ের পংক্তিমালা’
ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধের কবিতাপাঠ ‘বিজয়ের পংক্তিমালা’
দেশায়ন ডেস্ক : মুজিববর্ষ ও বিজয়ের মাস উপলক্ষে মঙ্গলবার রাত ৮ টায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে অনলাইন কবিতাপাঠ সন্ধ্যা ‘বিজয়ের পংক্তিমালা’।
বিভাগীয় লেখক পরিষদ, ঠাকুরগাঁও শাখার আয়োজনে এখানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শওকত আলী।
অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান। কবিতাপাঠে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তন থেকে ঠাকুরগাঁওয়ের ১৫ জন কবি-আবৃত্তিকার অংশ নেন। এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও শাখার সহ-সভাপতি অনুপম মনি।
স্বরচিত পাঠ ও আবৃত্তি করেন-হাবিবা বেগম, জুঁই জেসমিন,গোলাম সারোয়ার সম্রাট,আফরোজা রিকা,নাছরিন রুবি,ননী গোপাল বর্মন,শেখ রইসুল ইসলাম,মর্তুজা বুলবুল,ফজলে এলাহী,আহমেদ রাজু,আঞ্জুমান আরা লাকি, নওজেস কবির, সুলতানা বেগম,মাহমুদ করিম,আছিয়া আখতারা জামান ক্যামী, সঞ্চালনা করেন লেখক পরিষদ ঠাকুরগাঁওয়ের সাধারণ সম্পাদক রাফিকুল ইসলাম রাফি।