বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২০
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন ও আলোচনা
ঠাকুরগাঁওয়ে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন ও আলোচনা
দেশায়ন ডেস্ক : ৩ সেপ্টেম্বর জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে ঠাকুরগাঁও জেলার আদিবাসীরা মানববন্ধন কর্মসূচি করেছে ।২৭ বছর পূর্বে আজকের এ দিনে জাতীয় আদিবাসী পরিষদ গঠন করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কালেক্টরেট চত্বরে এই মানববন্ধন কর্মসূচি উপলক্ষে এক জমায়েত করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের পরিষদের উপদেষ্টা অ্যাড. ইমরান হোসেন চৌধুরী,সদস্য সচিব বিষু রাম মুর্মু,আদিবাসী ছাত্র পরিষদ সম্পাদক সুজন কুজুর, দুলাল তিগ্যা,সদস্য বিশু হাসদা প্রমূখ। বক্তারা সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন,ভূমি কমিশন গঠন সহ ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়।