বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁও সড়কে ফসল মাড়াই বন্ধে মানববন্ধন
ঠাকুরগাঁও সড়কে ফসল মাড়াই বন্ধে মানববন্ধন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী প্রধান সড়কে ধান-গম ও ভুট্টাসহ নানা ধরনের ফসল শুকানো ও মাড়াইয়ের করার ফলে এ সড়ককে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ও বার বার মারাত্মক দুর্ঘটনা ঘটে। গত আট দিন আগেই এক সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা যান। ফলে ফসল শুকানো ও মাড়াই বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন ও এলাকাবাসী ।
স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ নামে একটি সমাজিক সংগঠনের আয়োজনে ও বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গীর পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টিএম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র সাংবাদিক ও নাট্য অভিনেতা হারুন অর রশিদ, শ্রমিক দলের সভাপতি ও বালিয়াডাঙ্গী ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম, ব্লাড ডোনার অর্গানাইজেশনের নির্বাহী সদস্য সুমন আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ধান,গম, ভুট্টা মাড়াই ও শুকানোর ফলে সড়কটিতে যে জনদুর্ভোগ ও মৃত্যুর মত ঘটনা ঘটছে সেসব দিক নিয়ে আলোচনা করেন এবং এসব বন্ধ করার ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য এই সড়কে মাড়াই করা ধানের ঢিবি রাস্তার উপর থাকায় গত ৮ আগে ২৩ জুন মঙ্গলবার রাত ৯টার দিকে ট্রাক এবং থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে চার জনের মর্মার্ন্তিক মৃত্যু ঘটে।