রবিবার ● ২৪ মে ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
দেশায়ন ডেস্ক : আটডকের ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারে সেনাপ্রধানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। রোববার জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে সেনাপ্রধানের পক্ষে ইএমই সেন্টার এন্ড স্কুলের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
কেভিড-১৯ ভাইরাস মোকাবেলায় ঈদ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর অধিনস্থ ইএমই সেন্টার এন্ড স্কুলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ঈদ উপহার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও ৫০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়। এর প্রতিটি প্যাকেটে ছিল, শুকনো খাবার, সেমাই, সুজি, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল শফিকুল হক, মেজর শারমিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুল ও আসাবুরসহ অন্যান্য সেনা সদস্যরা।
লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিমধ্যে আটডক এর অধিনস্থ প্রতিষ্ঠানসমূহ ৯ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে। দেশের বিভিন্ন স্থানে মেডিকেল সহায়তার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এছাড়াও করোনা মোকাবেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রান্তিক পর্যায়ের চাষীদের নিকট হতে সরাসরি সবজি ক্রয় এবং বিনামূল্যে সবজির বীজ বিতরন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তা প্রদান, স্বাস্থ্যকর্মীদের পাশে দাড়ানো, স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী পিপিই, সার্জিক্যাল মাস্ক, সুজ কভার, হেড কভার, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস্ বিতরণ করা হয়।
উল্লেখ্য, আটডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মানবিক এ কার্যক্রমের সার্বক্ষনিক তদারকি ও নির্দেশনা প্রদান করছেন।