মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র ও হতদরিদ্র চাষীদের মাঝে ত্রাণ বিতরণ
ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র ও হতদরিদ্র চাষীদের মাঝে ত্রাণ বিতরণ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে করোনা মোকাবেলায় ক্ষুদ্র ও হতদরিদ্র চাষীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার সদর উপজেলার মুন্সিরহাটে বাংলা সীডস্ এর আঞ্চলিক কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
জায়ান্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রথম দিনে ৫০ জন ক্ষুদ্র, ও হতদরিদ্র কৃষকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, কোম্পানীর প্রোডাকশন ম্যানেজার কৃষিবিদ খায়রুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোডাকশন অফিসার খায়রুল ইসলাম, শেখ ফরিদ, শাহ্ সাদী, মনিরুল ইসলাম ও টিস্যুকালচার ল্যাব ইনচার্জ মোজাম্মেল হক খাঁনসহ অন্যান্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, সোয়াবিন তেল, চিনি, সাবান, লবন ও হ্যান্ড স্যানিটাইজার। বিতরণ পক্রিয়া চলমান থাকবে বলে জানান কর্মকর্তারা।
উল্লেখ্য, বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষকদের লোকসান ঠেকাতে জায়ান্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের পক্ষ থেকে কৃষকদের ক্ষেত থেকে ন্যর্য্য দামে সবজি ক্রয় করা হয়। এতে করে গ্রামের প্রান্তিক চাষিরা ক্ষতিগ্রস্থ হওয়া থেকে রক্ষা পাচ্ছে। পরবর্তিতে ওই সবজি বিভিন্ন এলাকায় অস্বচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে।