রবিবার ● ১২ এপ্রিল ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁও জেলা লকডাউন ঘোষণা
ঠাকুরগাঁও জেলা লকডাউন ঘোষণা
দেশায়ন ডেস্ক :শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে প্রথমবার নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে আসা তিন জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর পর প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শনিবার রাতে ৯টায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ড. কে. এম কামরুজ্জামান সেলিম। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।
জেলা প্রশাসক জানান, ঐদিন রাত ৯টা থেকে জেলায় প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক-মহাসড়ক দিয়ে অন্য জেলার কেউ এই জেলায় প্রবেশ করতে পারবেন না। যদি কেউ এই আদেশ অমান্য করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে আসা তিন ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।
আক্রান্ত ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন ঠাকুরগাঁও পীরগঞ্জ ভবানীপুরের ও বাকি দুজন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে ওই দুই গ্রামকে লকডাউন করে দেয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন।