মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁও ও দিনাজপুরের ৩৬৭ আদিবাসী ও দলিত পরিবারে খাদ্য বিতরণ
ঠাকুরগাঁও ও দিনাজপুরের ৩৬৭ আদিবাসী ও দলিত পরিবারে খাদ্য বিতরণ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার ১৫২, দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলায় ১৪৭ ও বিরল উপজেলায় ৬৮জন অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কজি আলু, ৫শ গ্রাম ডাল, ৫শ গ্রাম লবন ও ৫শ গ্রাম তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আওতায় হেকস্ ইপার এর সহযোগীতায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্টি আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষের বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেয় ইএসডিও কর্মীরা।
সোমবার সকালে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোছা. সাম সু তাজরীরের নেতৃত্বে ১৫২ ব্যাগ ত্রাণ নিয়ে চলে যান প্রত্যন্ত গ্রাম সদরের ভেরভেরী ফাজিল মাদ্রাসা মাঠে।
সেখানে দরিদ্র আদিবাসীদের ত্রাণ দিয়ে সালন্দর ইউনিয়নের ঘ্যানপাড়া আদিবাসী বস্তিতে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেন। এর পর ওই ইউনিয়নের আরো দুটি স্পটে খাদ্য সহায়তা বিতরণ শেষে গড়েয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দলিত সম্প্রদায়ের পরিবারের হাতে খাদ্য সমাগ্রী তুলে দিয়ে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও ঘরে থাকার পরামর্শ দেন। এসময় ওই ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে আরো শহরের পরিষদ পাড়া ও মাদারগঞ্জ আদিবাসী পল্লীতে খাদ্য সামগ্রী তুলে দেন ক্ষুদ্র-নৃ গোষ্ঠি সম্প্রদায়ের হাতে।
ঠাকুরগাঁও সদর, দিনাজপুরের সেতাবগঞ্জ ও বিরলে খাদ্য সামগ্রী বিতরনের সময় ইএসডিও সিনিয়র কো-অডিনেটর মো. সেরাজুস সালেকিন, আমিনুল ইসলাম শাহ, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোছা. সাম সু তাজরীজ, উপজেলা ম্যানেজার মোছা: ঝর্ণা বেগম, সাংবাদিক ফিরোজ আমিন সরকার, সিএফ হায়দার আলী, রঞ্জন উপস্থিত ছিলেন।
উপকারভোগী প্রতিটি পরিবার সমাজিক দুরত্ব বজায় রেখে সাবান দিয়ে হাত পরিষ্কার করে এসব খাদ্য সামগ্রী নিয়ে যায়। খাদ্য সামগ্রী বিতরনের আগে পিছিয়ে পড়া এই
জনগোষ্ঠির পরিবার প্রধানদের সচেতন করে তুলতে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা, ঘর থেকে বের না হওয়া, পরিবার সদস্যদের সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দেন ইএসডি’র কর্মীরা।
সংস্থার নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান জানান, করোনা মোকাবেলায় আলাদা একটি ইউনিট গঠন করা হয়েছে। ইউনিটের সদস্যরা প্রতিদিন প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ থেকে মানুষকে রক্ষার্থে ইএসডিও প্রোমোট প্রকল্পের আওতায় পৌর শহরে জীবানুনাশক স্প্রে করা অব্যাহত রেখেছে। এছাড়াও লিফলেট, হ্যান্ড স্যানিটাইজারও বিতরন করছে। অন্যদিকে সদর উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাড়িতে বাড়িতে গিয়ে সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।
সম্রাট