মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে ৫ রোগীর দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়নি
ঠাকুরগাঁওয়ে ৫ রোগীর দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়নি
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের একই পরিবারের ৫ জন রোগীর দেহে কোভিড-১৯ জীবানু পাওয়া যায়নি। মঙ্গলবার আইইডিসিআর থেকে পরীক্ষার ফলাফল পাওয়ার পর ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এ তথ্য জানান। রংপুর থেকে ওই ৫ রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল জানান, আইইডিসিআর এর বিশেষজ্ঞগণ ঐ ৫ জন রোগীর কফ, মুখের লালা ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছিলেন। এই ৫ রোগী ঠাকুরগাঁও সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার বলেন, তারা প্রত্যেকে এখন সুস্থ প্রায়। এর মধ্যে গৃহকর্তার জ¦র ও শ^াসকষ্ট এখন কমে গেছে। পরিবারের অন্যান্য সদস্যরাও আগের চেয়ে অনেকটা সুস্থ রয়েছেন।
এর আগে গত শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামে আড়াই বছরের এক শিশু স্বামী-স্ত্রীসহ ৫জন শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে এ্যাম্বুলেন্সে বিশেষ ব্যবস্থাপনায় সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনা হয়। সন্ধ্যার পর তাদের পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরদিন তাদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে আইডিসিআরের সদস্যগণ। পরে তাদের ঠাকুরগাঁওয়ে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে তারা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।