রবিবার ● ২৯ মার্চ ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের করোনা সচেতনতা সৃষ্টিতে লিফলেট-মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
ঠাকুরগাঁওয়ের করোনা সচেতনতা সৃষ্টিতে লিফলেট-মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
দেশায়ন ডেস্ক : ঠাকুগাঁওয়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে লিফলেট, মাস্ক, স্যানিটাইজার, সাবান ইত্যাদি উপকরণ বিতরণ করা হয়। রোববার বিকেলে সদর উপজেলার নারগুন বোচাপুকুর পোকাতিতে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিপার উদ্যোগে নারগুন ইউনিয়নের সেন্টারহাট বাজারে শতাধিক ব্যক্তিকে মাস্ক পরানো হয়। এ সময় তাদের প্রত্যেককে স্যানিটাইজার, সাবান ও সচেতনতামুলক লিফলেট প্রদান করা হয়। করোনা উপকরণ বিতরণ করেন, বিপার উপদেষ্টা নারগুন ইউনিয়ন আ’লীগের সভাপতি সতেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক সেরেকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, নারগুন ইউনিয়ন যুবলীগের সভাপতি সানাউল হক, বিপার নির্বাহী পরিচালক কাজিবুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।
বিপার নির্বাহী পরিচালক কাজিবুল ইসলাম বলেন, বাজারে যাতে লোক সমাগম বেশি না হয় সে কারনে অল্প কিছু বিতরণ করা হলো। পরবর্তিতে এলাকার প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে উল্লেখিত করোনা সরঞ্জাম পৌছে দেওয়া হবে। তিনি বলেন প্রায় সহস্রাধিক বাড়িতে এ উপকরণ পৌছে দেবেন তারা। তাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।