রবিবার ● ২৯ মার্চ ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের বালিয়াতে হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে ত্রান বিতরণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াতে হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে ত্রান বিতরণ
দেশায়ন ডেস্ক : মরনঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশ। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসের প্রভাব পড়াতে বিপাকে পড়েছে হতদরিদ্র ও দুঃস্থরা। অসহায় এ মানুষগুলোর স্বাভাবিক জীবনযাপন যেন এক অসহায়ত্বের পরিস্থিতি, তারা না পারছে শ্রম বিক্রি করতে, না পারছে বাড়ী থেকে কাজের সন্ধানে বের হতে। চরম এ দূর্যোগ মূহুতে এ সব অসহায় মানুষদের কথা চিন্তা মাথায় রেখে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পাশে দাড়িয়েছে।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তির সহযোগিতায় ১৫টি প্রকৃত দুঃস্থ ও অসহায়দের বাড়ী বাড়ী গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রীর চাল ১০ কেজি, ডাল ২ কেজি ও আলু ৫ কেজি বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে দেওয়া খাদ্য সামগ্রী আমরা পৃকত অসহায় ও হতদরিদ্রের মাঝে বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে বাসায় অবস্থান করার জনসাধারণকে অনুরোধ জানান। পাশাপাশি নিজ নিজ এলাকায় অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি জানান, আমার ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন স্যারের মাধ্যমে তৃণ্যমূল পর্যায়ে পৌছানো হয়েছে।