শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
দেশায়ন ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বই মেলা চত্বরে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আওয়ামীলীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পৌর আ’লীগের সভাপতি একরামুল হক একরাম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জাকির হোসেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শেষে এক মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, গত শনিবার ৭ দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রায় ৫০টির মত স্টল স্থান পায়।