মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২০
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » চলতি শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে তিন জনের মৃত্যু
চলতি শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে তিন জনের মৃত্যু
দেশায়ন ডেস্ক: ঠাকুরগাঁওয়ে প্রচন্ড ঠান্ডায় আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে এসব নারীর মৃত্যু হয়। সুতরাং সাবধান হে শীতার্ত। প্রকৃতির কাছে নতজানু হে মানুষ।
সোমবার রাতে আবারো একই ধরণের দুর্ঘটনায় আসমতি বেওয়া (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। দগ্ধ আসমতিকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা খারাপ দেখে ঢাকায় নিতে বললে পথে রাত ৮ টার সময় তার মৃত্যু হয়। এয়াড়া গত কয়েকদিনের মধ্যে তীব্র শীত থেকে রা পেতে আগুন পোহাতে গিয়ে চলতি শীত মৌসুমে জেলায় আলেমা বেগম ও রমিজা বেওয়া নামে দুই নারীর মৃত্যু হয়। নিহত দুই নারীর বাড়ি জেলার পীরগঞ্জে।
সোমবার সকালে জেলার বালিয়াডাঙ্গীর ফুলতলা গ্রামে অগ্নিদগ্ধের ঘটনা ঘটলে আসমতি বেওয়াকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হলে,পথিমধ্যে মৃত্যু হয় তার। তিনি ফুলতলা গ্রামের রওশন আলীর স্ত্রী। নিহতের ছেলে জয়নাল আবেদিন জানান, শীতের তীব্রতা থেকে রা পেতে সোমবার সকালে বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন তার মা।
এ সময় অসাবধানতাবশত কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এসব দুর্ঘটনায় শিশু-বৃদ্ধসহ সকলকে ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম শীতে আগুন পোহানোর ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন।