মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে গণনাযন্ত্র স্থাপন
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে গণনাযন্ত্র স্থাপন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আজ স্থাপিত হয় মুজিব বর্ষের ণগণনা যন্ত্র। আগামী ১৭ মার্চ ২০২০ মুজিব বর্ষের সূচনা দিন হিসেবে গণনা করার জন্য পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ণগণনা যন্ত্র স্থাপন করে জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.নুর কুতুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বপন।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, আগামী ১০ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব বর্ষের ণগণনা উদ্বোধন আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও বিডি হল প্রাঙ্গণ হতে জাতীয় অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঠাকুরগাঁওবাসী সেখানে আমন্ত্রিত।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন মুজিব বর্ষ চত্বর স্থাপনসহ শহরের ডিসি পার্কে সুদৃশ্য ম্যুরাল এবং টেরাকোটার তৈরী ভাষ্কর্য, ডিজিটাল ডিপ্লে বোর্ডের নির্মাণ কাজ চলছে। প্রতিটি মাদরাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন চলছে। এর পাশাপাশি ৫ উপজেলার সকল ইউনিয়নে পরিষদ কমপ্লেক্সে বঙ্গবন্ধু ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। ১৭ মার্চ ২০২০ মুজিব বর্ষের সূচনা দিনে এসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।