শনিবার ● ২৮ ডিসেম্বর ২০১৯
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে সুুমনার হত্যাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে সুুমনার হত্যাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন
দেশায়ন ডেস্ক : বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুমনাকে ধর্ষণ ও হত্যায় দায়ী কাননের দ্রুত বিচার আইনে শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার শহরের চৌরাস্থায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওবাসী নামে একটি নারী ঐক্য সংগঠনের আয়োজনে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নারী নেত্রী স্বাতী দত্ত বাবলী, দ্রৌপদী দেবী আগরওয়ালা, মনোয়ারা চৌধুরী, চন্দনা ঘোষ, মৌসুমী রহমান,অধ্যক্ষ নলিনী কুমার মহন্ত, আফরোজা রিকা, মাসুদ আহমেদ সুবর্ণ, এমদাদুল হক ভট্টু, দুলাল হোসেন প্রমুখ। মানববন্ধনে সুমনার সহপাঠি, এলাকাবাসী, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক-শিার্থী, রাজনৈতিক-সামাজিক-এনজিও কর্মী, মানবাধিকার কর্মীরা অংশ নেন। বক্তারা এ ঘটনায় কাননসহ জড়িতদের দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র্যালি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে ওই খুনের ঘটনায় সম্পৃক্ত শিক্ষিকা লাবনির যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবী জানায়। গত ১৫ ডিসেম্বর সুমনা প্রতিবেশী রিয়াজের বাড়িতে যায়। এর পর ৪ দিন নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার রাতে রিয়াজের বাড়িতে মাটি খুড়ে সুমনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ প্রথমে রিয়াজ পরে তার পিতা-মাতা ও নানাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।