শিরোনাম:
ঠাকুরগাঁও, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Deshayan
বুধবার ● ১ আগস্ট ২০১৮
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » বরষা উৎসব জীবনে নব উদ্দীপনা সৃষ্টি করে
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » বরষা উৎসব জীবনে নব উদ্দীপনা সৃষ্টি করে
৫৩৩ বার পঠিত
বুধবার ● ১ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরষা উৎসব জীবনে নব উদ্দীপনা সৃষ্টি করে

---দেশায়ন ডেস্ক : ‘শ্রাবণ বরিষনে একদা গৃহকোণে/দু’কথা বলি যদি কানে তার/তাহাতে আসে যাবে কিবা কার।’… রবীন্দ্রনাথ। এভাবেই বিশ্ব কবি তার বরষার অনুভূতি ব্যক্ত করেছেন। মনে হয় মানুষের মনে বরষা ভিন্ন এক আবহ সৃষ্টি করে। জীবনে আনে নব উদ্দীপনা। এভাবেই জীবন ও জীবিকার সঙ্গে বরষা’র সম্পর্ক অবিচেছদ্য।

জি. এস. সম্রাট : বাংলাদেশের কৃষি প্রধান লোকজ সাংস্কৃতিক আবহে তাই বরষা আনে মঙ্গলের বারতা। বাঙালি জীবনে বাদল-বৃষ্টিকে ঘিরে চলে উৎসব-আয়োজন। এমনই এক আয়োজন ছিল গত ৬ জুলাই শুক্রবার বিকেল ৫ টায়। ইএসডিও’র জীবন বৈচিত্র্য যাদুঘর ‘লোকায়ন’ এর রবীন্দ্র মঞ্চে। পিকেএসএফ ও ইএসডিও আয়োজিত বরষা মঙ্গল উৎসবে অতিথি, দর্শক, শ্রোতা সকলেই এক ভিন্নতর সাংস্কৃতিক উৎসবে অংশ নেন। অস্তিত্বের সন্ধানে শিকড়ের টানে একে একে রবীন্দ্র, নজরুল, আধুনিক গান, কবিতা এবং কৌতুক পরিবেশিত হয়। বিশেষ আকর্ষণ ছিল ‘বিয়ের গীত ও লোক সঙ্গীত’। উৎসবে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান, তিনি বলেন, এই উৎসবে এসে এক নতুন অনুভূতি হলো। সত্যি ইএসডিও’র এই আয়োজন আমাকে চমৎকৃত করেছে। স্বাগত বক্তব্য দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। বিশেষ অতিথি ছিলেন, চিফ জুডিশিয়াল অফিসার বিএম তরিকুল ইসলাম, বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টর এর অপারেশন অফিসার মেজর জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীলাব্রত কর্মকার, ইএসডিও নির্বাহী পরিচালক প্রশাসন সেলিমা আখতার এবং

---প্রেসক্লাব সভাপতি মনসুর আলী । অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, লোকায়ন সম্পাদক সাকের উল্লাহ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ঠাকুরগাঁও শাখার সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে, অ্যাড. সারওয়ার হোসেন, প্রেসক্লাব সম্পাদক লুৎফর রহমান মিঠু, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ঠাকুরগাঁও শাখার সম্পাদক সপ্না সাহা, কবি গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ। সঙ্গীত
পরিবেশন করেন উন্নয়ন কর্মী মেহেদী, শিল্পী সরলা রাণী, দোলা, সাধন দাশ, মীর সানোয়ার সানু, কায়সার রুবেল, সৈয়দ মাহবুবুল মানিক, আবৃত্তি করেন সামিয়া মোত্তকিয়া মহুয়া ও স্বপ্না শর্মা, কৌতুক পরিবেশন করেন পুলিশ অফিসার শিল্পী ও নাট্যকার কার্ত্তিক চন্দ্র প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা
করেন কৃতী ভাষ্যকার এবং উপস্থাপক মো. সুজন খান। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক শুভানুধ্যয়ী এবং জেলার সাহিত্য-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।





ঠাকুরগাঁও এর আরও খবর

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তাার বিষয়ে মাঠ দিবস ঠাকুরগাঁওয়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তাার বিষয়ে মাঠ দিবস
ঠাকুরগাঁওয়ে ‘১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ’র সমাপন ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁওয়ে ‘১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ’র সমাপন ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন আগামীকাল ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন আগামীকাল
ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন বৃহস্পতিবার
ঠাকুরগাঁওয়ের দানারহাটে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের দানারহাটে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন ঠাকুরগাঁওয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন
ঠাকুরগাঁওয়ের নারগুনে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট ঠাকুরগাঁওয়ের নারগুনে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট
ঠাকুরগাঁওয়ের চেরাডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ের চেরাডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্কাইভ