রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁও প্রেসকাব সম্পাদক লুৎফর মিঠু গুরুতর আহত
ঠাকুরগাঁও প্রেসকাব সম্পাদক লুৎফর মিঠু গুরুতর আহত
দেশায়ন ডেস্ক : মাদকাসক্ত সন্ত্রাসীর হামলায় ঠাকুরগাঁও প্রেসকাবের সাধারণ সম্পাদক ও তার সঙ্গী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সদর থানা পুলিশ বাপ্পি নামে একজনকে আটক করে। রোববার বিকেল ৪ টার দিকে শহরের বাজারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও প্রেসকাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু (৪২) জানান, মোটরসাইকেলে করে বন্ধু সাদেকুল ইসলাম সাদেকসহ বিকেলে বাড়িতে ফিরছিলেন। এসময় বাড়ির দরজার সামনে আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে যুবক আবু সাঈদ বাপ্পী আকষ্মিকভাবে ধারালো চাপাতি দা নিয়ে তার উপর হামলা চালায়। এবং কপালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। এসময় বন্ধু সাদেক বাঁধা দিলে তাকেও জখম করে ওই বখাটে সন্ত্রাসী। পরে স্থানীয় প্রতিবেশীরা সাংবাদিক মিঠু ও তার বন্ধু সাদেককে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। সাংবাদিক মিঠু গোধুলী বাজারপাড়া এলাকার প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দীন আহমেদের পুত্র। অন্যজন তার বন্ধু সাদেকুল ইসলাম সাদেক শহরের হলপাড়া এলাকার আব্দুল করিম সাহেবের পুত্র। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে শহরের হলপাড়া এলাকার প্রয়াত নজরুল ইসলামের ছেলে মাদকাসক্ত বখাটে আবু সাঈদ বাপ্পীকে (৪৬) আটক করেছে।
সদর হাসপাতালের ডা. মো. শিহাব বলেন, আহত সাংবাদিক মিঠুর কপালের তস্থানে ৮টি সেলাই দেয়া হয়েছে ও তার বন্ধু সাদেকের হাতে আঙ্গুলে ৩টি সেলাই দেয়া হয়েছে। সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ঘটনার পর তাৎণিকভাবে অভিযান চালিয়ে বখাটে আবু সাঈদ বাপ্পীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে ঠাকুরগাঁও প্রেসকাবের সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান মিঠুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলীসহ জেলার সকল সাংবাদিক নেতারা।