সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রচ্ছদ » সম্পাদকীয় » সম্পাদকীয়
সম্পাদকীয়
ঠাকুরগাঁও থেকে ‘দেশায়ন ডটকম ’ নামে পত্রিকাটি মাত্র কয়েকদিন ধরে পরীক্ষামূলক প্রকাশিত হচ্ছে। আগামীতে চূড়ান্ত প্রকাশনা শিগগির শুরু হবে বলে আশা করছি। এই অনলাইন সাইটে স্থানীয় (জেলা), দেশী-বিদেশী নিউজের পাশাপাশি থাকছে সাহিত্য-শিল্প, ইতিহাস-ঐতিহ্য, বাঙালিয়ানা, ফটোগ্রাফি, আটর্গ্যালারি, নৃগোষ্ঠী-কালচার প্রভৃতি বিভাগ। বিশেষ করে থাকছে দেশীয়-লোকজ সংস্কৃতির খবর ও ফিচার নিয়ে বৈচিত্র্যপূর্ণ আয়োজন।
ফিচার ও নিউজ হবে তথ্য সমৃদ্ধ। পত্রিকার প্রবন্ধ হতে পারে গবেষণা ধর্মী। অবশ্য সংবাদ প্রকাশের সকল এথিক মেনে চলা হবে। ঠাকুরগাঁওসহ বাংলাদেশের সকল লেখক এখানে লিখতে পারেন। তবে লেখককে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ হওয়া চাই। মুক্তিযুদ্ধের কাহিনি-চেতনা সমৃদ্ধ গল্প বা প্রবন্ধ, আধুনিক, মুক্তচিন্তা এবং বিজ্ঞান মনষ্ক লেখা অগ্রাধিকার পাবে।
সংবাদের ক্ষেত্রে আমরা সঠিক-সত্যনিষ্ঠ খবর পরিবেশনে বিশ্বাসী। তাই পত্রিকার অবয়বে উঠে আসবে খবরের গভীর অনুসন্ধান, ধারাবাহিক বস্তুনিষ্ঠ প্রকাশ। পাঠকের বিশ্বাস এবং আগ্রহ অর্জনে আমরা অবশ্যই থাকবো সদা সচেষ্ট।
অামাদের এথিক দেশীয় অন্যান্য পত্র-পত্রিকার ধারণা থেকে আলাদা নয়। তবে মনে করি আমাদের নিজস্ব চিন্তা-চেতনা এবং অনুসন্ধান, ‘দেশায়ন ডটকম’ পত্রিকাটিকে অবশ্যই ভিন্ন মাত্রায় নিয়ে পৌঁছাবে।এর জন্য ঠাকুরগাঁওয়ের সকল মানুষের, প্রশাসনের অকুণ্ঠ সমর্থন প্রয়োজন।এ জেলা ও দেশের সাংবাদিক-শিক্ষক, পাঠক-লেখক ও প্রাবন্ধিকের সহযোগিতা এবং লেখা আমাদের অনুপ্রাণিত করবে।
দেশ কাল এবং মহাকালের পরিক্রমায় আমরা পথ চলতে চাই। আপনাদের সকলের প্রেরণা-সহযোগিতা আমাদের প্রকাশনাকে আরো দায়বদ্ধ করবে। আমরা দেশপ্রেমে উদ্ধুদ্ধ এক দল সংবাদকর্মী সমাজের জন্য ইতিবাচক কিছু করতে চাই। সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করছি।