বুধবার ● ৩ জুলাই ২০১৯
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁও সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁও সদর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে অবহিতকরণ সভা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলা মাদকমুক্ত করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আকচা ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লহ আল মামুন, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তুষার কুমার ব্যানার্জি, সদর থানার অফিসার ইনচাজ আশিকু রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
বক্তারা জানান, সরকার দেশের বেশ কিছু ইউনিয়ন মাদকমুক্ত ঘোষণা করা হবে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলা মাদকমুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে। মাদকমুক্ত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ উপজেলা মাদকমুক্ত ঘোষণা করবেন। এই লক্ষ্যে জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন কাজ করছে। আকচা ইউনিয়ন মাদকমুক্ত ঘোষণার কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সদর উপজেলা মাদকমুক্ত ঘোষণার কাজ শুরু হলো বলে জানান প্রধান অতিথি।