শুক্রবার ● ১ মার্চ ২০১৯
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলেন দেশায়ন সম্পাদক সম্রাট
ঠাকুরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলেন দেশায়ন সম্পাদক সম্রাট
দেশায়ন ডেস্ক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় প্রাথী হয়েছেন অনলাইন পত্রিকা “দেশায়ন” এর সম্পাদক কমরেড গোলাম সারোয়ার সম্রাট। তিনি আবুল হোসেন সরকার মহাবিদ্যালয়ের প্রভাষক ও সাংবাদিক। তার সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচরনা চালাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাখাওয়াত সুজন নামে এক ব্যক্তি লিখেছেন, “আসুন আধুনিক ও শিক্ষা বান্ধব সচেতন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ গঠনে সমাজ পরিবর্তন কারীদের সমথর্ন দেই। পরিষদ পিতা গঠনে অবশ্যই আর ভুল নয়, ঠাকুরগাঁও সদর উপজেলার প্রত্যেক তরুণ ও শিক্ষিত এবং বাংলা ভাষায় কথাবলবার প্রতি ভোটারদের ভোট হোক পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী অন্যতম চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ যুব নেতা, কবি-সাহিত্যিক, ঠাকুরগাঁও জেলার অন্যতম সাংবাদিক নেতা, শ্রদ্ধাভাজন প্রভাষক গোলাম সারোয়ার সম্রাট ভাইয়ের পক্ষে। আসুন আধুনিক ঠাকুরগাঁও সদর উপজেলা গঠনে ভুমিকা রাখি স্বাধীনতার পক্ষে সম্রাট ভাইয়ের পক্ষ নেই”।আফরোজা রিকা তার প্রতীকসহ পোষ্টার শেয়ার করেছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ৪ লাখ ২২ হাজার ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার এবং মহিলা ভোটার ২ লাখ ১৩ হাজার। নির্বাচনকে ঘিরে সদর উপজেলায় চলছে উৎসবের আমেজ।এরই মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে। প্রার্থীদের পক্ষে ভোটারদের বিভিন্ন রকম প্রতিশ্রতি দিয়ে ভোট প্রার্থনা করা হচ্ছে। ভোট নিয়ে চলছে বিভিন্ন মহলে নানামুখী সমীকরণ। সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। প্রার্থীরা হলেন আ’লীগের মনোনীত প্রার্থী অরুনাংশু দত্ত টিটো নৌকা প্রতীক, ওয়ার্কাস পার্টির গোলাম সারোয়ার সম্রাট হাতুড়ি, ন্যাশনাল পিপলস্ পার্টির রাজিউল রহমান আম এবং ইসলামী ঐক্যজোটের রফিকুল ইসলাম মিনার প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।
প্রার্থীদের পক্ষ থেকে নানামুখী প্রচার-প্রচারণার মধ্যে সভা, সেমিনার, উঠান বৈঠক, আলোচনা সভা রয়েছে। তবে প্রচারণায় যোগ হয়েছে নতুনত্ব, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের শুভাকাঙ্খীদের পক্ষ থেকে চালানো প্রচারণা চোখে পড়ার মত। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে ততই উৎসবের আমেজ বাড়বে বলে ধারণা করছেন এখানকার ভোটাররা। তাদের প্রত্যাশা ব্যক্তিগত পরিচয়, দলীয় পরিচয়, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহন এবং তৃণমুলে গ্রহণযোগ্যতার উপর ভিত্তি করেই তারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এছাড়াও সদর উপজেলা পরিষদকে একটি আদর্শ ও উন্নত পরিষদ হিসেবে গড়ে তোলার জন্য যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা বলে একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়।