শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট “অনুর্দ্ধ-১৭”-“বালক-বালিকা” ফাইনাল
ঠাকুরগাঁওয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট “অনুর্দ্ধ-১৭”-“বালক-বালিকা” ফাইনাল
দেশায়ন ডেস্ক : ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্দ্ধ-১৭-“বালক-বালিকা”’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে শনিবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে রহিমানপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নুসহ সাবেক কৃতী খেলোয়াড়, অংশগ্রহণকারী টিমের কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় বালিকা দলে “রানীশংকৈল উপজেলা” টিম ৩-০ গোলে “ঠাকুরগাঁও সদর উপজেলা” টিমকে পরাজিত করে। বালক দলে “ঠাকুরগঁও পৌরসভা” টিম ২-১ গোলে “ঠাকুরগাঁও সদর উপজেলা” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
ফাইনাল খেলা পরিচালনা করেন জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম হাসানুজ্জামান বিপ্লব ও এর আগে বালিকা দলের ফাইনাল খেলা পরিচালনা করেন দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম। ধারা বর্ণনা করেন স্বনামধণ্য ধারাভাষ্যকার মির্জা ফরিদ।
উল্লেখ্য, টুর্নামেন্টে (বালক) দলে ৬টি টিম ও (বালিকা) দলে মোট ৬টি টিম অংশগ্রহণ করে।