মঙ্গলবার ● ২২ জানুয়ারী ২০১৯
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁও জেলার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক গ্রন্থে’র প্রকাশনা উৎসব
ঠাকুরগাঁও জেলার ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক গ্রন্থে’র প্রকাশনা উৎসব
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের ইএসডিও প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে গতকাল মো. সোহেল রানা রচিত’ প্রবন্ধ গ্রন্থ ‘ঠাকুরগাঁও জেলার ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আলোচনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এছাড়া বিশেষ আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.একেএম শাহনেওয়াজ এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড.এমরান জামান, অধ্যক্ষ বেলাল রব্বানী, অধ্যাপক সফিকুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর।
এর আগে গ্রন্থের লেখক সোহেল রানা তার অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। এই সময় ইএসডিও এপিসি শামীম আহম্মেদ, মানব সম্পদ কর্মকর্তা মনসুর আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা ফুল দিয়ে আগত অধ্যাপক ড.একেএম শাহনেওয়াজ এবং অধ্যাপক ড.এমরান জামান এবং জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম মহোদয়কে বরণ করে নেন। আলোচনা শেষে অধ্যক্ষ আতাউর রহমান তার সমাপ্তি বক্তব্য দেন।
ড. একেএম শাহনেওয়াজ বলেন, এই লেখক আমার ছাত্র। সে খুব উৎসাহী হয়ে এই কাজ শুরু করেছে। নিজের ইতিহাস, আঞ্চলিক ঐতিহ্য না জানলে জ্ঞানের পূর্ণতা পায়না। তাই এই গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এই অঞ্চলে গবেষণার অনেক বিষয় রয়েছে।
ড. এমরান জামান বলেন, হিস্ট্রি রিপিট্স ইঁস সেফ। সুতরাং এই গ্রন্থই শেষ নয়। এখান থেকে আরো নতুন বিষয় বের হয়ে আসবে। নতুন লেখক নতুন বিষয় নিয়ে লিখবেন।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, আমি খুবই অভিভুত যে ইএসডিওর ড. জামান এই ধরণের কাজে উৎসাহ দেন। আমি মো. সোহেল রানা রচিত প্রবন্ধ গ্রন্থটির ব্যাপক প্রসার কামনা করি। আশা করি এই প্রকাশনার সঙ্গে সঙ্গে আরো নতুন বিষয়ে এখানে লেখকরা কাজ করবেন। আশা করি তেভাগা, মুক্তিযুদ্ধসহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গ্রন্থ প্রকাশ হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিওকর্মকর্তা সুজন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনিসুল হক চৌধুরী, অধ্যক্ষ আইয়ুব আলী, সাবেক জেলা শিক্ষা অফিসার মুহ. জালাল উদদীন, আশরাফ উল আলম, ইকোপাঠশালা ও কলেজের উপাধ্যক্ষ জহুন্নাতুন্নেছা, দৈনিক লোকায়ন সম্পাদক সাকের উল্লাহ, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আল, সাংবাদিক ফিরোজ আমিন সরকার, নবীন হাসান।