বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের চেরাডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের চেরাডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
দেশায়ন ডেস্ক : জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার সালন্দর চেরাডাঙ্গীতে “জুলাই-২৪-এর শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের” উদ্বোধন করা হয়। বুধবার বিকেলে চেরাডাঙ্গী ঐতিহ্যবাহী ফুটবল মাঠ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন।
“চেরাডাঙ্গী দি নিউ ন্যাশন কাব”র আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: গোলাম মাওলা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি মো: মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, গেষ্ট অব অনার রাহেনা ফ্যাশনের চেয়ারম্যান মো: সাদ্দাম হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, স্পন্সরদ্বাতা প্রতিষ্ঠান একাত্তর ইন্টিগ্রেশন ফার্ম বাংলাদেশের কর্মকর্তা সোয়ের রানা সোয়েবসহ খেলা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও অংশগ্রহনকারী টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও হাজারও দর্শকশ্রোতা।
উদ্বোধনী খেলায় “হাসনাবাদ খেলোয়াড় সমিতি, ফটিকছড়ি চটগ্রাম” টিম ১ - ০ গোলে “জয়পুরহাট ফুটবল একাডেমী” টিমকে পরাজিত করে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে। খেলা চলাকালীন হাজারও দর্শকের সমাগম টুর্নামেন্টের উত্তাপ বাড়িয়ে দেয়। খেলা পরিচালক ছিলেন ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপ্লব। সহকারী পরিচালক ছিলেন আলতাফুর আলিম ও ইউনুস আলী।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি টিম অংশগ্রহন করছে।