রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের বান্দিগড় ধনীপাড়ায় ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট
ঠাকুরগাঁওয়ের বান্দিগড় ধনীপাড়ায় ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট
দেশায়ন ডেস্ক : জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার বান্দিগড় ধনিপাড়ায় “শহীদ আবু সাঈদ স্মৃতি গোল্ডকাপ” ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী বান্দিগড় শের-ই বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
“বান্দিগড় ধনীপাড়া স্বাধীন ক্লাব”র আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সভাপতি কৃতী ফুটবলার মো: কায়েস, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: আলী হোসেন, দেশ এক্স-রে এন্ড কিনিকের স্বত্তাধিকারী মো: আহসান হাবীব, আশা’র ব্র্যাঞ্চ ম্যানেজার মো: আব্দুল্লাহ আল ফারুক, গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার মো: আনোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: আব্দুল জব্বার, মাতৃগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মঞ্জুরুল ইসলাম, অনুষ্ঠানের সহ সভাপতি বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বাবুল হোসেন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য নবাব, রাকিবুল, জাকিরুল, মিনহাজুর, ইমন, মেহেদী, রিফাত, জীম, ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সমাপনী খেলায় “বি.পি যুব সংঘ ও পাঠাগার” টিম টাইব্রেকারে ২ - ১ গোলে “টাইগার একাদশ” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে উভয় টিমকে প্রাইজ মানি ও ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ। খেলা চলাকালীন হাজারও দর্শকের সমাগম টুর্নামেন্টের উত্তাপ বাড়িয়ে দেয়। খেলা পরিচালনা প্যানেলে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত রেফারী মো: আসাদুজ্জামান শামিম, মো: দারুল ইসলাম ও মো: মনিরুজ্জামান।
উল্লেখ্য যে, ৮টি টিম নিয়ে সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টিমগুলো হলো, ফাইনালের ২টিম, শাহপাড়া একাদশ, ধনীপাড়া স্বাধীন ক্লাব-১, জোরদারপাড়া একাদশ, লোহাগাড়া টিম, হাবিবুর একাদশ ও ধনীপাড়া স্বাধীন ক্লাব-২।