শিরোনাম:
ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১

Deshayan
শনিবার ● ৫ জানুয়ারী ২০১৯
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » লোকায়ন দশম পিঠা উৎসব ও ২ দিন ব্যাপী পউষ মেলা
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » লোকায়ন দশম পিঠা উৎসব ও ২ দিন ব্যাপী পউষ মেলা
১০৫১ বার পঠিত
শনিবার ● ৫ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোকায়ন দশম পিঠা উৎসব ও ২ দিন ব্যাপী পউষ মেলা

---দেশায়ন ডেস্ক : গতকাল শনিবার বিকালে লোকায়ন জাদুঘর এবং ইএসডিও’র উদ্যোগে দশম লোকায়ন পিঠা উৎসব ও আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় ২ দিন ব্যাপী তৃতীয় পউষ মেলা শুরু হয়।

এতে উদ্বোধনী আলোচনা ছাড়াও অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বিভিন্ন প্রকার পিঠা প্রদর্শনী ও দলীয় পিঠা প্রতিযোগিতা ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. কেএম কামরুজ্জামান সেলিম এবং গেস্ট অব অনার ছিলেন পুলিস সুপার মোহা. মনিরুজ্জামান। এবং বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রংপুর অঞ্চলের উপপরিচালক মো. আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার, এনডিসি মো. তরিকুল ইসলাম, বিজিবি হাসপাতালের উব্ধর্তন কর্মকর্তা মেজর এইচএম খালেদুজ্জামান, মেজর ইসফাক এলাহী, জেলা প্রশাসক পত্নী নুসরাত জাহান, পুলিশ সুপার পত্নী মিসেস হাসিনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পত্নী সম্পা কর্মকার, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন আল আজাদ প্রমুখ। সমাপনী বক্তব্য প্রদান করেন ইএসডিও’র পরিচালক প্রশাসন সেলিমা আখতার। স্বাগত বক্তব্য প্রদান করেন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

শুরুতেই ইকো কলেজ ও পাঠশালার শিল্পী এবং ইএসডিও সাংস্কৃতিক কর্মীদের মনোমুগ্ধকর লোক-সঙ্গীত ও আদিবাসী নৃত্য পরিবেশনা ছিল। জেলা পুলিশ টিএসআই কার্তিক চন্দ্র রায় কবিতা পরিবেশন করেন।

---আলোচনায় প্রধান অতিথি ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, ড. জামানের মত মানুষ এই যুগে পাওয়া গেছে। এটা বিরল। অনেক ডিসি, এসপি সহজে আসে যায়, কিন্তু একজন শহীদ উজ জামান সৃষ্টি করা কঠিন। এটা ঠাকুরগাঁওবাসীর জন্য সম্মানের। তার মত মানুষ আছে বলেই এধরণের সাংস্কৃতির আবহ তৈরী করা সম্ভব হয়েছে। এটা ঠাকুরগাঁওবাসী ও ইএসডিও’র জন্য কৃতিত্বের। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এবং ইএসডিওকে ধন্যবাদ জানাই। নির্বাচন শেষ হলো এখন আমরা একটি সুন্দর ও নান্দনিক ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।

গেস্ট অব অনার পুলিশ সুপার মুহা. মনিরুজ্জামান বলেন, আজকের এই পিঠা উৎসবে এসে আমি মুগ্ধ এবং প্রীত হয়েছি। এখানে গান বাজনাসহ নানা ধরণের পিঠা খাবার সুযোগ আছে। যেটা আমি প্রত্যেকটি স্টলে ঘুরে ঘুরে আমি খেলাম। এই উৎসব বার বার হলে ভালো হয়।

স্বাগত বক্তব্যে ইএসডিও’র নির্বাহী পরিচালক ও লোকায়ন চেয়ারম্যান ড. মুহম্মদ শহীজ উজ জামান বলেন,ঠাকুরগাঁওয়ের গ্রামীণ জীবনের সেই বোধ থেকে এই অঞ্চলের পউষ মেলা বা পিঠা উৎসব তা যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। এটি কৃষি ভিক্তি জীবন ব্যবস্থার সাথে সম্পর্কিত। এসব কারণে এখানকার সঙ্গীত এখানকার চিন্তা চেতনা এবং উৎসব পালন করা হয় কৃষিকে কেন্দ্র করে। এই উৎসব পালন করার মধ্য দিয়ে সেইসব মানুষদের শ্রদ্ধা জানাই। তাঁদের কারণেই আমরা আজ স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রে বসবাস করছি। অতিথিদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ অতিথি

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রংপুর অঞ্চলের উপপরিচালক মো. আখতারুজ্জামান বলেন, আমি ঠাকুরগাঁওয়ের সন্তান। এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত। আজকের অনুষ্ঠানের ব্যানারে অতিথিদের নামে শেষে দেখা যাচ্ছে জামান নামের সমাহার। আজকের এই মিলন মেলায় নবীন প্রজন্ম অংশ নিয়েছে। এটা বড় কথা। তারা ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি এবং বাঙালিত্বের এই নমুনা দেখে শিখবে এবং এভাবে আগামীর প্রজন্ম এক সম্ভবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে আমি মনে করি।

ইএসডিও’র পরিচালক(প্রশাসন) অধ্যক্ষ সেলিমা আখতার বলেন, ঠাকুরগাঁও বাসীর আগ্রহে লোকায়ন জাদুঘরের জীবন বৈচিত্র্য জাদুঘরের সুনাম উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। সকলের অংশগ্রহণে আজকের পিঠা উৎসব এবং পউষ মেলা সার্থকতা লাভ করবে। উৎসবপূর্ণ সংস্কৃতিতে অংশ নিতে এসে মানুষে মানুষে আগ্রহ-উদ্দীপনা সৃষ্টি হয়। এটাই সব চেয়ে ইতি বাচক দিক। উৎসবে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।

---অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেস কাব সভাপতি মনসুর আলী, প্রফেসর মনতোষ কুমার দে, মো. মোদাচ্ছের হোসেন সাবেক সভাপতি আবু তোরাব মানিক, রুপ কমারগুহ ঠাকুরতা, অধ্যক্ষ মুহ. জালাল উদ-দীন, অধ্যাপক আনসারুল ইসলাম প্রমুখ।





ইতিহাস-ঐতিহ্য এর আরও খবর

ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : এন্তাজুল-সম্পাদক ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : এন্তাজুল-সম্পাদক
ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তিতে উৎসব ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তিতে উৎসব
ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন-কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন-কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা
ঠাকুরগাঁও পৌরসভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ঠাকুরগাঁও পৌরসভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মৃৎ শিল্পের ঐহিত্য ফিরিয়ে আনতে হবে : জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান মৃৎ শিল্পের ঐহিত্য ফিরিয়ে আনতে হবে : জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান

আর্কাইভ