বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে ২ দিনে বজ্রপাতে নিহত-৩ : আহত-৩
ঠাকুরগাঁওয়ে ২ দিনে বজ্রপাতে নিহত-৩ : আহত-৩
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে ২ দিনে বজ্রপাতে ৩ জনের মুত্যু হয়। এর মধ্যে বুধবার কালাম মিয়া (৪৫) নামে একজন ও মঙ্গলবার মনির হোসেন (১৭ ও আরিফুল ইসলাম (১৯) এর মৃত্যু হয়।
জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের একটি বীলে মাছ ধরতে যায় কালাম। কিছুণ পর বজ্রপাতের বিকট শব্দ হলে আশে পাশের লোকেরা কালামকে মাটিতে পড়ে থাকতে দেখে। তারা দ্রæত কালামকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালাম সদর উপজেলার গড়েয়া গুঞ্জরগড় গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
অপরদিকে মঙ্গলবার বজ্রপাতে গড়েয়ায় শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের নজরুল ইসলামের ছেলে মনির হোসেন (১৭) ও একই এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম (১৯) নিহত হয়। জানা যায়, মনির ও আরিফুল ওই দিন ক্রিকেট খেলার পর ভুল্লী নদীতে গোসল করতে নামে। এসময় তারা দুজনের বজ্রপাতে মারা যায়। এ সময় ওই গড়েয়া গোপালপুর গ্রামের ফারুক ইসলাম (১৫), ফজিলা (৩৫) ও ফরিদ (১৭) গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।