মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময় সভা
গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময় সভা
দেশায়ন ডেস্ক : গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকগণের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র আধুনিক সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি রংপুরের আয়োজনে ঠাকুরগাঁও তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) এইচ. এম. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি রংপুরের সিনিয়র তথ্য অফিসার মো: মামুন অর রশিদ, তথ্য অফিসার ফাতেমা জান্নাতুল ফেরদৌস সুরভী, সহকারী তথ্য অফিসার মো: রুপাল মিয়া, আয়েশা সিদ্দিকা, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো: সাকের উল্লাহ প্রমুখ।
সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ অংশ নেন। এ সময় সংবাদের ক্ষেত্রে গরুত্বপূর্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়। এছাড়াও বাংলাদেশের সংবাদপত্র, সংবাদসংস্থা এবং সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণ বিধি, বানান/বাগ্ভঙ্গি শুদ্ধীকারণ বিষয়ে মতবিনিময় করা হয়।