সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
প্রচ্ছদ » জাতীয় » ‘আপনারা কেউ ভয় পাবেন না, বিশ্বাস হারাবেন না’- র্যাব মহাপরিচালক
‘আপনারা কেউ ভয় পাবেন না, বিশ্বাস হারাবেন না’- র্যাব মহাপরিচালক
দেশায়ন ডেস্ক : র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বিপিএম (বার) বলেন, আমার ঘৃণা জানানোর ভাষা নেই, নিজ দেশে বিনা কারণে নিরীহ মানুষের উপর হামলা করে যারা, সেই সব মুখচেনা অপরাধী-সন্ত্রাসীর বিরুদ্ধে দেশ আজ ঐক্যবদ্ধ। ধিক্ তাদের, তাদের প্রতি আমার ঘৃণা। এই প্রিয় বাংলাদেশে তাদের প্রয়োজন নেই। এইসব জঞ্জাল আমরা মুক্ত করবো।
হিন্দু সম্প্রদায়ের স্থানীয় গ্রামবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কেউ ভয় পাবেন না। বিশ্বাস হারাবেন না’। ১৯৭১ সালে হানাদাররা শুধু হিন্দু সম্প্রদায় নয়, সকল ধর্মের মুক্ত চেতনার ও প্রগতিশীল মানুষকে লাঞ্চিত করেছে, খুন হত্যা এবং নারীদের ধর্ষণ করেছিল। সময়ের গতিতে সেই সব অপশক্তি মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠে। সেই সব প্রেতাত্মারা একদিন পরাজিত হবে।
তিনি আরো বলেন, হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখবেন, সব সময় ভালো শক্তির জয়লাভ করে, মন্দ পরাজিত হয়েছে। কখনও মনে হয়েছে, মন্দ খুব শক্তিশালী। কিন্তু দিনের শেষে সব সময় মন্দ পরাজিত হয়েছে। এই দেশ আমাদের সকলের দেশ।
বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলার হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ সকলেই যে কোন ধর্মের হোক তা এ দেশ সকলের জন্য। সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে দেশ পৃথিবীর বাইরের সবাইকে অবাক করে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এখন এই অঞ্চল উন্নতির পথ।
তিনি শুক্রবার সদর উপজেলার জগন্নাথপুর শাহপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর হস্তান্তর, সম্প্রীতি সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বিপিএম (বার) ।
অনুষ্ঠনে উপস্থিত ছিলেন দিনাজপুর র্যাব-১৩ এর পরিচালক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর বিভাগী কমিশনার দেবদাস ভর্টাচার্য্য, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দিনাজপুর র্যাব-১৩ এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের এডিশনাল ডিজি (অপারেশন) জাহাঙ্গির আলম, এডিশনাল ডিজি (এডমিন) জামিল আহমেদ, র্যাব-১৩ এর সহ-অধিনায়ক (টুআইসি) মেজর আরমিন রাব্বি, এএসপি সিদ্দিক আহমেদ, এএসপি উনসং, ঠাকুরগাঁও সহকারী পুলিশ সুপার আসাদ আল মাহফুজুল ইসলামসহ র্যাব, পুলিশ, বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২১ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া শাহপাড়ায় কৃষ্ণ চন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুবৃত্তরা। এ সময় বাড়িঘর, গবাদি পশু, ধান-চালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় গত শনিবার অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তের বাড়িঘর নির্মান, খাদ্য সামগ্রী প্রদানসহ যাবতীয় দায়িত্ব নেয় র্যাব। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ৪০ বান টিন প্রদান করে র্যাব। অবশেষে ক্ষতিগ্রস্তদের নব-নির্মিত বাড়িঘর নির্মাণ করে হস্তান্তর করেন র্যাব মহাপরিচালক।