বুধবার ● ২৯ মে ২০২৪
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে হোপ প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে হোপ প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে হোপ প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে জেলার হরিপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
বেরসকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি এর আয়োজনে ও দাতা সংস্থা নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। অন্যানের মধ্যে আলোচনায় অংশগ্রন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক মোঃ কাবিরুল ইসলাম প্রমুখ।
বাংলাদশেরে প্রান্তকি জনগোষ্ঠীর বশিষে করে নারী ও কন্যা শশিুদরে মানবাধকিার এবং সামাজকি অংশগ্রহণ জোরদারকরণ (হোপ) প্রকল্পের প্রারম্ভিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মএলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এবং প্রকল্পের গ্রাম পর্যায়ের সিএসও সদস্যগণ উপস্থিত ছিলেন।
হোপ প্রকল্পের লক্ষ্য, কার্যক্রমসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীগণ প্রকল্প কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মতামত এবং পরামর্শ প্রদান করেন।