শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪
প্রচ্ছদ » অনুসন্ধানী » ঠাকুরগাঁওয়ের বিজিবি‘র অভিযানে পিস্তল ও পাইপগান উদ্ধার
ঠাকুরগাঁওয়ের বিজিবি‘র অভিযানে পিস্তল ও পাইপগান উদ্ধার
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পিস্তল ও পাইপগান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা বিওপির বঙ্গভিটা নামক স্থান থেকে সেগুলো উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ৪ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালন করে। এ সময় দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৮৮/২-আর হতে প্রায় ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বঙ্গভিটা’ নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে। টহলদল উক্ত স্থান দিয়ে ভারতের দিক হতে ২ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে। সন্দেহজনকভাবে ওই দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে রেখে অন্ধকার ও কুয়াশার সুযোগে দ্রুত বাংলাদেশের দিকে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি’র টহলদল ঘটনাস্থলে তল্লাশী করে একটি প্লাস্টিকের তৈরী ব্যাগের ভেতর থেকে ভারতীয় ১টি পিস্তল ও ১টি পাইপগান উদ্ধার করে। আটককৃত অস্ত্রগুলি সাধারণ ডায়েরী মূলে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।