শনিবার ● ৯ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » জয়িতা সম্মাননা পেলেন ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট নিত্যানন্দ সরকারের মা লক্ষ্মী রানী সরকার
জয়িতা সম্মাননা পেলেন ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট নিত্যানন্দ সরকারের মা লক্ষ্মী রানী সরকার
দেশায়ন ডেস্ক : “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও “বেগম রোকেয়া দিবস” উপলক্ষে জয়িতা সম্মাননা পেলেন ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের মমতাময়ী মা লক্ষ্মী রানী সরকার। শনিবার খানসামা উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে “সফল জননী” নারী ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উত্তরীয় পরিয়ে দেন অতিথিবৃন্দ।
দিবসটি পালনে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার প্রমুখ। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫ জয়িতাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
জয়িতা সম্মাননা প্রাপ্ত ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের মমতাময়ী মা লক্ষ্মী রানী বক্তব্যে বলেন, আমার ৬ জন সন্তান। এর মধ্যে ৩ জন ছেলে ও ৩ মেয়ে। আমি সকল ছেলে মেয়েকে পড়াশোনা করানোর চেষ্টা করেছি। আমি সামান্য কিছুদূর পড়েছি। খুব কষ্টে ছেলে মেয়েদের মানুষ করেছি। আমরা স্বামী-স্ত্রী ২ জনে সংসারে একসাথে খেটে সন্তানদের মানুষ করেছি। আমার সন্তানেরা সকলে পড়াশোনায় খুব ভাল ছিল। এ কারনে তাদের আমি মানুষের মত মানুষ করতে সক্ষম হয়েছি। অনেকে হয়তো সে সময় বলেছিল তোমার সংসার ছোট, কিভাবে সন্তানদের পড়ালেখা শেখাবে, শিখাইয়োনা। আমি তাদের বলেছি আমি চেষ্টা করে দেখি পারি কিনা? আমার স্বামী একজন ব্যবসায়ি ছিলেন, আমিও সংসারে অনেক খেটেছি। ফলেই বাচ্চাদের পড়াশোনা করাতে পেরেছি। এক সময় খুবই কষ্টে চলতে হয়েছে, বাচ্চাকে কোনদিন না খাইয়েই স্কুলে পাঠিয়েছি, সেই দিন আমাদের পার হয়েছে। বর্তমানে আমি ছোট ছেলে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের কাছে থাকি। সকল ছেলে মেয়েরা আমাকে অনেক ভালোবাসে। মেয়েদের বিয়ে দিয়েছি। বর্তমানে আমারা অনেক ভাল রয়েছি। সকলে আমাদের জন্য আশির্বাদ করবেন।