বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রচ্ছদ » জাতীয় » ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দিলেন জাকের পার্টির আল মামুন
ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র জমা দিলেন জাকের পার্টির আল মামুন
দেশায়ন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-১ আসনে জাকের পার্টির প্রার্থী হিসেবে তরুন উদীয়মান নেতা আল মামুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
তিনি জাকের পার্টি ছাত্রফ্রন্ট রংপুর-২ সাংগঠনিক বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় পরিষদের সদস্য। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সহ-সভাপতি আজিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু শেখ, সাংগঠনিক সম্পাদক মহসিন আলীসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত চিলেন।
অন্যদিকে আ’লীগ ও বিএনপি’র হেভিওয়েট ২ প্রার্থী মনোনয়ন পত্র জমা করেন। সকালে আ’লীগের পক্ষে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মনোনয়নপত্র জমা দেন। এ সময় আ’লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।অপরদিকে দুপুরে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মী নিয়ে তার মনোনয়ন পত্র জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামানের কাছে জমা দেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ওয়াকার্স পার্টির পে এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, ইসলামী ঐক্যজোটের পে রফিকুল ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি (মো) থেকে এ্যাড. বলরাম গুহ ঠাকুরতা, ইসলামী আন্দোলনের পে আব্দুল জব্বার মনোনয়ন পত্র জমা করেন।