মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেসীর কর্মচারী ও কোর্ট পুলিশের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়নের লক্ষ্যে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
মঙ্গলবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার প্রমুখ।
৭-৮ নভেম্বর ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কোট পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন অংশ নেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিজ্ঞ বিচারকগণ, কর্মচারী ও কোট পুলিশের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়নে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেন এবং প্রশিক্ষণ প্রদান করেন।