বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে আদিবাসী অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সভা
ঠাকুরগাঁওয়ে আদিবাসী অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সভা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে পৌরসভা, ঠাকুরগাঁও চিনিকল, সিভিল অ্যাডমিনিস্ট্র্রেশন, রাজনৈতিক নেতা ও রেলওয়ের প্রতিনিধি’র সঙ্গে আদিবাসী ও দলিতদের সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার গোবিন্দনগর ইএসডিও প্রেমদীপ সদর অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র উদ্যোগে ও হেকস্ ইপারের সহযোগিতায় সংবেদনশীল সভায় ‘প্রমোশন অফ রাইটস্ অফ এথনিক মাইনোরিটি এন্ড দলিতস্ ফর ইমপ্রভমেন্ট প্রোগ্রাম’-প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন ও ইএসডিও’র এপিসি শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক প্রশাসন মাইনুদ্দীন আহাম্মেদ, উপ-মহাব্যবস্থাপক মোস্তফা কামাল, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের সভাপতি আশরাফ হোসেন, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু বাসফোর, আদিবাসী ও দলিত ফোরামের সাধারণ সম্পাদক ও আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিশু রাম মুরমূ, প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (মার্কেট ডেভলপমেন্ট) সামসুৎ তাবরীজ, উপজেলা ম্যানেজার ঝর্ণা বেগম, পৌর কাউন্সিলর প্রদীপ শংকর চক্রবর্তী, আয়েশা বানু, রুনা লায়লা, জেলা জাপার সহ-সভাপতি শ্যামল কুমার ঘোষ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি মামুন উর রশিদ, ঠাকুরগাঁও সদর হাসপাতালের প্রতিনিধি মাহবুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেমদীপ এর সমন্বয়কারী সিরাজুস সালেকীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার, ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপক (খামার) জসিম উদ্দীন, উপ-ব্যবস্থাপক (প্রশাসন) ফয়জুল হক, ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ প্রেমদীপ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় এ অঞ্চলের সবচেয়ে পিছিয়ে পড়া আদিবাসী-দলিত জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে সমাজের মূল শ্রোতধারায় তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের কথা উঠে আসে। আদিবাসী উন্নয়নে সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলিত ও আদিবাসীদের সংবেদনশীল ইস্যুতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। পরে উপস্থিত সকলের সহযোগিতা চান আয়োজকরা।