মঙ্গলবার ● ১ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » ঠাকুরগাঁওয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজের চেক বিতরণ
ঠাকুরগাঁওয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজের চেক বিতরণ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও জেলা পরিষদের এডিপি’র অর্থায়নে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজের চেক বিতরণ করা হয়। মঙ্গলবার জেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন, জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীর, সংরক্ষিত আসনের সদস্য আফসানা আখতার, মোছা: সাবিনা ইয়াসমিন, সদস্য মোস্তাফিজুর রহমান, আনিসুজ্জামান, জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ।
এ সময় জেলা পরিষদের ২২-২৩ অর্থ বছরের এডিপির মোট বরাদ্দ ৫ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার ৩৩৩টি প্রকল্পের মধ্যে ১২০টি প্রকল্পের মোট ৭৭ লাখ ৯ হাজার ৫শ টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উল্লেখিত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।