শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের মাতৃগাঁওয়ে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট
ঠাকুরগাঁওয়ের মাতৃগাঁওয়ে ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট
দেশায়ন ডেস্ক : জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার মাতৃগাঁওয়ে “ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী মাতৃগাঁও মোহাম্মদপুর হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় “মাদারগঞ্জ টিম” টাইব্রেকারে ৩-২ গোলে ”মাতৃমঙ্গল যুব সংঘ” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
মাতৃগাঁও মাতৃমঙ্গল যুব সংঘের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মো: মাসুদ রানা, মো: সবুজ, মো: আহসান সাফি, নাজমুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন টিম গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩টি শটের মধ্যে মাদারগঞ্জ টিমের ৩জন খেলোয়াড় গোল করে। অপরদিকে মাতৃমঙ্গল যুব সংঘ টিমের খেলোয়াড়দের মধ্যে ৩টি শটের মধ্যে ২টি শট গোল হলেও একটি শট মিস হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রনার্স আপ টিমকে প্রাইজমানি প্রধান করেন অতিথিবৃন্দ। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন প্রেস কাবের সা. ক্রীড়া সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম। সহকারী পরিচালক ছিলেন মো: সোহাগ হোসেন ও মো: লিমন।
উল্লেখ্য টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করে। টিমগুলো হলো: ফাইনালের ২টিম, মোহাম্মদপুর একাদশ, শাহপাড়া একাদশ টিম, নারগুন যুব সংঘ, ২৪ টিউবওয়েল একাদশ, আদিবাসী সংঘ টিম ও জোয়াদ্দারপাড়া একাদশ টিম।