সোমবার ● ১৭ জুলাই ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)’র ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সোমবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের স্বর্নকারপট্টিতে অবস্থিত সংগঠনের জেলা কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেট প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যগণ।
পরে সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়” এই শ্লোগানে অনুষ্ঠিত সভায় সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো: রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক খোকন কুমার রায়, সহ সভাপতি চন্দন কুমার দত্ত, শেখ রশিদুল ইসলাম, মন্টু মহন্ত, সহ সাধারণ সম্পাদক শেখ হানিফ, কোষাধ্যক্ষ শেখ রশিদুল ইসলাম, মদন কুমার দত্ত, উপদেষ্টা মন্ডলীর সদস্য নবিন কর্মকার, জিল্লুর রহমান, নিত্য লাল কর্মকার প্রমুখ।