বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা
ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা
দেশায়ন ডেস্ক : দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কনফারেন্স রুমে সমগ্র বাংলাদেশে সেবা ও কল্যাণমুলক কাজে অবদান রাখার জন্য তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার সভাপতিত্বে বক্তব্য দেন, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব উজ জামান, নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, ইএসডিও’র কর্মকর্তা ও ডিএফএ’র সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, কাউন্সিলর আতাউর রহমান, দ্রৌপদী দেবী আগারওয়ালা, নাজিরা আক্তার সপ্না প্রমুখ।
অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে সমগ্র বাংলাদেশে সেবা ও কল্যাণমুলক কাজে অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ইএসডিও সব সময় ভাল কাজের সাথে রয়েছে। পৌরসভার সাথে বর্তমানে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা পৌর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য প্রথমেই যে কাজটি করতে পারি সেটি হলো, ঠাকুরগাঁও কিন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ কাজের সাথে সংশ্লিষ্ট দক্ষদের নিয়ে একটি টিম তৈরী করতে হবে। তারপর আমরা দেখবো কোথায় সাপোর্ট লাগবে। সরকারের কাছে কি ধরনের সাপোর্ট লাগবে। ধীরে ধীরে এটার উন্নতি হবে। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ভবিষ্যতেও পৌরসভাকে কিন করতে ইএসডিও পাশে আছে এবং থাকবে। সকলের প্রচেষ্টায় একসময় কিন পৌরসভা গঠন হবে বলে মনে করছি।