মঙ্গলবার ● ৪ জুলাই ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে লক্ষীরহাট হেফজুল কুরআন মাদ্রাসায় ফলদ বৃক্ষ রোপণ
ঠাকুরগাঁওয়ে লক্ষীরহাট হেফজুল কুরআন মাদ্রাসায় ফলদ বৃক্ষ রোপণ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে লক্ষীরহাট সূফি হাসান শাহ দরবেশ (রহ.) হেফজুল কুরআন মাদ্রাসায় কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের উদ্যোগে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ও মাদরাসা ক্যাম্পাসে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষীরহাট সূফি হাসান শাহ দরবেশ (রহ.) হেফজুল কুরআন মাদরাসা কমিটির সভাপতি মো. আশরাফুল হক চৌধুরীর সভাপতিত্বে উপহার বিতরণ ও ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি তে আলোচনা ও দোয়া পরিচালনা করেন উত্তর জনপদের ওলিউজ্জামান মাওলানা শাহ সুফি দরবেশ মুহা. মতিউর রহমান (মতি)।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ড.মো. আনোয়ার খসরু পারভেজ (সুমন) বিশেষ অতিথি হিসবে বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুর রহমান, সাংবাদিক ও সহকারী অধ্যাপক গোলাম সারোয়ার সম্রাট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক মতিউর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের প্রতিষ্ঠা ও পরিচালক মো: ফরহাদ আলী শুভ।
প্রধান অতিথির আলোচনায় ড.আনোয়ার খসরু পারভেজ বলেন- মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ,দেশ ও জাতি গঠনে এগিয়ে আসলে স্মার্ট সোসাইটি বিল্ড আপ হবে।তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের অতীতের গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরেন।এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান।সেই সাথে ভৌগোলিক পরিবেশ ও প্রকৃতির গুরুত্ব তুলে ধরেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা ও সেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে কর্মমুখী শিক্ষায় এগিয়ে আসতে বলেন। সংগঠনের প্রতিষ্ঠা ফরহাদ আলী শুভ বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সহায়তায় পরিচালিত এ কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা জানান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে “হিউম্যানিটি ইউনিভার্সিটি “এর দৃষ্টান্ত তা তুলে ধরেন।