শিরোনাম:
ঠাকুরগাঁও, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Deshayan
রবিবার ● ২ জুলাই ২০২৩
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » সামনে চতুর্থ শিল্প বিপ্লব : প্রস্তুতি গ্রহন করতে হবে- বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » সামনে চতুর্থ শিল্প বিপ্লব : প্রস্তুতি গ্রহন করতে হবে- বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার
৩৭৯ বার পঠিত
রবিবার ● ২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সামনে চতুর্থ শিল্প বিপ্লব : প্রস্তুতি গ্রহন করতে হবে- বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার

---দেশায়ন ডেস্ক : বাংলাদেশ সুপ্রিমকোটের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার বলেছেন, আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে স্মার্ট বাংলাদেশ প্রবেশ করছি। আমরা এসডিজির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু প্রস্তুতি নেই। প্রস্তুতি লাগবে। আমরা অনেকে ইংরেজী লিখতে বলতে পারি না। তথ্য প্রযুক্তি জ্ঞান নেই। সমাজের সঙ্গে সামঞ্জস্যপুর্ন জ্ঞান যদি আমার না থাকে সমাজের সাথে মেলানো কিন্তু সম্ভব নয়। বিশ্বের অনেক দেশের মানুষেরা বিদেশে ভাল ভাল কাজ করে। তারা আইটি সেক্টরে কাজ করে, কিন্তু বাংলাদেশের অনেক মানুষকে দেখেছি তারা বাগানে কাজ করে, পরিস্কার পরিচ্ছন্ন করে। এক্ষেত্রে এদের বেতন অন্যান্য দেশের কর্মীর চেয়ে অনেক কম, সে কারনে আমরা পিছিয়ে যাচ্ছি। সামনে কিন্তু আমাদের চতুর্থ শিল্প বিপ্লব। এ কারনে আমাদের প্রস্তুতি প্রয়োজন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এ কারনে প্রস্তুতি গ্রহন করতে হবে। তিনি রোববার মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, মথুরাপুর পাবলিক হাই স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে আমি পড়াশুনা করেছি। এখানকার শিক্ষকদের আমি শ্রদ্ধাভরে স্মরন করি। তাদের আশির্বাদ এবং দোয়ার কারনে আজকে আমি বিচারপতি হতে পেরেছি। কেউ ডাক্তার হয়েছি, কেউ ইঞ্জিনিয়ার হয়েছি, কেউ শিক্ষক হতে পেরেছি। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্নভাবে দেশের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এই বিদ্যালয়ের কে কোন জায়গায় আছে সেটার থেকে আরও বড় দায়িত্ব রয়েছে। এখানে শিক্ষকদের দায়িত্ব আছে, অভিভাবকদের দায়িত্ব আছে সর্বোপরী শিক্ষার্থীদের দায়িত্ব আছে। বিদ্যালয় হলো আমাদের মা। মাধ্যমিক শিক্ষা যদি পর্যাপ্ত না হয় জীবনে উপরের দিকে উঠার সম্ভাবনা কম। আজ থেকে ১০-১৫ বছর পরে তথ্য প্রযুক্তির উপর ভর করে লোকবল কমে আসবে। সে কারনে আমাদের প্রস্তুতি নিতে হবে। সমাজের যেভাবে উন্নয়ন হচ্ছে সেভাবে আমাদের এগিয়ে নিয়ে না গেলে শুধু এভাবে পড়ে ডাক্তার হতে পারবো না, ইঞ্জিনিয়ার হতে পারবো না, বিচারপতি হতে পারবো না। অনেক প্রতিযোগিতা রয়েছে। আমাদের ছেলে-মেয়েদের ধর্মীয়, মানবিক মূল্যবোধ বাড়াতে হবে। সমাজের সব স্থানে যদি আমরা যদি কোয়ালিটি উন্নয়ন করতে পারি তাহলে আমাদের মান সম্মান বাড়াতে সক্ষম হবো।

৯০ বছর পূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিমকোটের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রাপ্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মো: আব্দুল কাইউম, অত্র বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক এম. খলিলুর রহমান, আব্দুল হামিদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, পূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ঠাকুরগাঁও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্ষপূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য মো: দেলওয়ার হোসেন চৌধুরী, সালমা সুলতানা, শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।

---অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রক্তন শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণী থেকে ৩জন করে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শেষে দ্বিতীয় অধিবেশনে স্মৃতিচরণ করা হয়। পরে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিভিন্ন বিষয়ে তদারকি ও সহযোগিতা করে এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন অব মথুরাপুর পাবলিক হাই স্কুল সংগঠনের সদস্যবৃন্দ।





ইতিহাস-ঐতিহ্য এর আরও খবর

ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে শর্তের বেড়াজালে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : এন্তাজুল-সম্পাদক ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি-জয়নাল : এন্তাজুল-সম্পাদক
ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তিতে উৎসব ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র তিনযুগ পূর্তিতে উৎসব
ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন-কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন-কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা
ঠাকুরগাঁও পৌরসভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ঠাকুরগাঁও পৌরসভার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মৃৎ শিল্পের ঐহিত্য ফিরিয়ে আনতে হবে : জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান মৃৎ শিল্পের ঐহিত্য ফিরিয়ে আনতে হবে : জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান

আর্কাইভ