বুধবার ● ২৮ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশায়ন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার জনগনের ইচ্ছার বাহিরে জোর করে অবৈধভাবে ক্ষমতা ধরে আছে। দেশের মানুষের আজ একটিই লক্ষ্য, একটিই কাজ তারা তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে বাংলাদেশের মানুষের আজ একটিই দাবি এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদকে বিলুপ্ত করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি বুধবার বিকেলে বিএনপি জেলা কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগনকে সুশিক্ষায় সু-শিক্ষিত করা এবং পাঠাগারের বই পড়ার মধ্য দিয়ে তাদের মন ও মানুষিকতাকে বিকশিত করতে হবে। সত্যিকার অর্থে স্বাধীন দেশের মানুষের চিন্তা ভাবনাগুলোকে মুক্ত চিন্তা ভাবনার মধ্যে সম্পৃক্ত করার এই প্রচেষ্টা করার কোন উদ্যোগ গ্রহন করেনি সরকার। বরং তাদের প্রচেষ্টাই হচ্ছে, একদিকে শিক্ষা ব্যবস্থা চরম অবস্থা করা এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলো, নাগরিকদের সু-নাগরিক হতে, তাদের মানুষের মত মানুষ হতে, তাদের মুল্যবোধগুলোকে শানিত করতে এই বিষয়গুলোকে তারা অবহেলা করছে। শুধুমাত্র তথাকথিত উন্নয়নের নামে কিছু স্টাকচার তৈরী করে লুটপাট এবং তাদের দুর্নীতি, নিজের পদকে সুগম করছে। আজকে বাংলাদেশের অবৈধ সরকার, যারা অসাংবিধানিক ভাবে জুলুম করে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে বসে আছে তাদের একটি মাত্র লক্ষ্য। বাংলাদেশে লুটপাট, অর্থনীতিকে লুট করা, বাংলাদেশের সম্পদ বাহিরের দেশে পাচার করা। আজকে আমরা সকলে একটি রিপোর্ট দেখেছি, আজকে উন্নয়ন বিভ্রোম যেটা সেটা প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: দেলোয়ার হোসেন, মজিদুল ইসলাম, মো: জাফরুল্লাহ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবু হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।