শিরোনাম:
ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১

Deshayan
বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য “ন্যায়কুঞ্জ” স্থাপনে তাদের দুর্ভোগ লাঘব হবে : বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য “ন্যায়কুঞ্জ” স্থাপনে তাদের দুর্ভোগ লাঘব হবে : বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার
২৫২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য “ন্যায়কুঞ্জ” স্থাপনে তাদের দুর্ভোগ লাঘব হবে : বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার

---দেশায়ন ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার বলেছেন, নিম্ন আদালতের অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি পেলেও সকল অধ:স্তন আদালতের এজলাস কক্ষে বিচার কক্ষের আসন সীমিত হওয়ায় আইনজীবী ব্যাতিত বিচার প্রার্থীদের বসার তেমন সুযোগ হয় না। ফলে বিচার কার্যক্রম শুরুর আগে ও পরে বিচার প্রার্থীদের আদালতের বারান্দায় কিংবা খোলা আকাশের নিচে বিচার কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হয়। ন্যায়কুঞ্জ স্থাপনের পর বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য তাদের দুর্ভোগ লাঘব হবে। তিনি বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা জজ আদালতের কনফারেন্স রুমে ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে জনগনের বিচার প্রার্থীর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কোন নাগরিক যাতে আর্থিক অস্বচ্ছলতার কারনে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় এবং দ্রæততম সময়ে স্বচ্ছতার সাথে বিচারিক সেবা যায় সে কারনে নানাবিধ কার্যক্রম গ্রহন করেছে। অধ: ও উচ্চ আদালত সমূহের মামলাজট নিরসনে আদালতের এজলাস সংখ্যা বৃদ্ধি ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, বিচার প্রার্থীর জন্য বিপুল সংখ্যক বিচার প্রার্থীকে প্রতিনিয়ত আদালত প্রাঙ্গনে যাতায়াত করতে হয়। কেউ আসেন মামলার হাজিরা দিতে, কেউ আসেন কারাবন্দিদের সাথে দেখা করতে, অনেকে আবার তাদের আইনী সহযোগিতা নিতে আসেন। বর্তমানে বিচার প্রার্থীদের নানাবিধ সমস্যার সম্মুখিন হতে হয়। বিশেষ করে নারী, অসুস্থ ব্যক্তি এবং মায়েরা বেশি সমস্যায় পরেন। এ সংকট সমাধানে ও বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘোবের উদ্দেশ্যে মাননীয় প্রধান বিচারপতি দেশের প্রতিটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের বিশ্রামগার নির্মাণের পরিকল্পনা গ্রহন করেছেন এবং সেটির নাম দেওয়া হয়েছে “ন্যায়কুঞ্জ”। ন্যায়কুঞ্জে থাকবে বিচার প্রার্থী জনগনের বসার স্থান, বৈদ্যুতিক ফ্যান, হালকা খাবার, ষ্টেশনারী দোকান, টয়লেট, শিশু যতœ কর্নাণের ব্যবস্থা থাকবে। অর্থাৎ যে সমস্ত মায়েদের শিশু থাকবে তারা ব্রেস্ট ফিডিংয়ের জন্য সুন্দর একটি জায়গা পাবেন। এতে শিশুদের মৌলিক অধিকার রক্ষা হবে।

তিনি আরও বলেন, এতে জনগনের এক্সেস টু জাস্টিস নিশ্চিত হবে যা দ্বারা জাতিসংঘের এসডিজি এর ১৬ নং অভিষ্ট টেকসই উন্নয়নের জন্য শান্তিপুন অন্তভ’ক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলণ। সকলের জন্য ন্যায় বিচার প্রাপ্তি সুগম করা এবং সকল স্তরে কার্যকর জবাবদিহিতা পূরণ অন্তভ’ক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণ এবং বার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। আইন ও বিচার বিভাগের মধ্য মেয়াদী বাজেট এখনও প্রাপ্ত বরাদ্দ হতে প্রত্যেক জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নামে বিচার প্রার্থী জনগনের নির্মাণ প্রকল্পের ব্যয় নির্বাহ করা হবে। বিচার বিভাগ সুষ্ঠ, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভাবে সমাজের বিশৃংখলা নিরসনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে। একটি দেশের সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে যথাসময়ে ন্যায় বিচার করা অত্যন্ত গুরুত্বপুর্ন। অর্থনীতি উন্নয়নের সাথে সাথে দেশের বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়ন অত্যাবর্শকীয় হয়ে পরেছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মামলা, বিরোধ নিস্পত্তির আবেদন এবং অভিযোগ দায়ের ইত্যাদির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিচার বিভাগের কর্মপরিধি বহুগুনে বৃদ্ধি পেয়েছে।

জেলা জজ আদালতের আয়োজনে আদালত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  (জেলা জজ) মো. গোলাম ফারুক, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাবেক সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, এ্যাড. শেখর কুমার রায়, এ্যাড. মোস্তাক আলম টুলু, এ্যাড. আবু জাফর সামসুদ্দিন প্রমুখ। 

---অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, যুগ্ম জেলা জজ-১ মো: সাইফুল ইসলাম, যুগ্ম জেলা জজ-২ মো: লুৎফর রহমান, সিনিয়র সহকারী জজ মোছা: শবনম মোস্তারী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানসহ অন্যান্য বিচারক, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, জেলা জজ আদালতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





উন্নয়ন-সম্ভাবনা এর আরও খবর

ঠাকুরগাঁওয়ের চেরাডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ের চেরাডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের বান্দিগড় ধনীপাড়ায় ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট ঠাকুরগাঁওয়ের বান্দিগড় ধনীপাড়ায় ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট
ঠাকুরগাঁওয়ে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঠাকুরগাঁওয়ে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসকের সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসকের সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা
গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা
রুহিয়া থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত-সভাপতি জব্বার : সম্পাদক রিপন রুহিয়া থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত-সভাপতি জব্বার : সম্পাদক রিপন
ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নতুন কমিটি ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নতুন কমিটি
গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময় সভা গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময় সভা
আগামীর পররাষ্ট্রনীতি হবে ছাত্র-জনতার মতামতের উপর : কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম আগামীর পররাষ্ট্রনীতি হবে ছাত্র-জনতার মতামতের উপর : কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম

আর্কাইভ