রবিবার ● ৪ নভেম্বর ২০১৮
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ওয়ার্কাাস পার্টির জনসভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ওয়ার্কাাস পার্টির জনসভা অনুষ্ঠিত
দেশায়ন ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, আপনারা উন্নয়ন চাইলে আমাদের প্রার্থীকে সমর্থন দেবেন। ওয়ার্কাস পাটির জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথি রাশেদ খান মেনন বলেন, আমরা ঠিক করেছি ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচন করবো।
যখন বিএনপি-জামাত সন্ত্রাস করেছিল, মানুষ খুন করেছিল তখন কেউ দাঁড়াতে সাহস পায় নি। এই জেলায় নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার হত্যা করেছিল। সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তখন এসব সন্ত্রাস মোকাবেলা করেছে অধ্যাপক ইয়াসিন আলী, ইমরান চৌধুরী। ২০০৮ সালের পর ৩ আসনে একজন প্রতিনিধি ছিল তিনি কি করেছেন, তা বলতে চাইনা। কিন্তু আগের পাঁচ বছর আর বর্তমান পাঁচ বছর মিলিয়ে দেখুন রাণীশৈংকলের চেহারা ,ঠাকুরগাঁও-৩ আসনের চেহারার কি অভিনব পরিবর্তন-উন্নয়ন।
তাই বলতে চাই এই রাণীশৈংকলের ওয়ার্কাস পার্টির কমরেড হায়দার আলী মাস্টার, মজু মুন্সি, সোহরাব মাস্টার, অনিসুর রহমান আসির চেয়ারম্যান আজীবন লড়াই করে গেছেন, গণ আন্দোলন করেছেন । আজ উনারা নেই কিন্তু আজকে তাঁদের উত্তরসুরি নেতা অধ্যাপক ইয়াসিন আলী আছেন। আমি জানতে চাই ইয়াসিন আলী আপনাদের প্রতিনিধিত্ব করবেন কিনা। আমি আশা করি গতবারের মত এবারের নির্বাচনেও আপনারা অধ্যাপক ইয়াসিন আলীকে ভোট দেবেন। আমরা ‘নৌকা’ চাইবো। তা না হলে আমাদের মার্কা ‘হাতুড়ি’ নিয়ে ইয়াসিন আলী নির্বাচন করবে। আমরা দেখিয়ে দিবো জনগণের শক্তি। শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশৈংকল ডিগ্রি কলেজ মাঠে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেই তলা বিহীন ঝুড়ি আর নেই ১৬ কোটি মানুষের খাবার যোগান হয়। আমরা এখন সাবলম্বী হচ্ছি। বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এতে ৩৩ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। আমরা উন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি।
জনসভায় ওয়ার্কাস পাটির জেলা সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কাস পাটির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহমূদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য কমরেড নজরুল ইসলাম হক্কানী,কেন্দ্রীয় সদস্য মোছাদ্দেক হোসেন লাবু, কমরেড মো. বদর উদ্দীন । এর আগে রাণীশৈংকল সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা দলীয় এবং গণসঙ্গীত পরিবেশন করেন। এছাড়া আরো বক্তব্য দেন, দিনাজপুর ওয়ার্কাস পাটির জেলা সভাপতি কমরেড আব্দুল হক, সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, লুৎফর রহমান, কমরেড অধ্যক্ষ তাজুল ইসলাম, জেলা কৃষক সমিতির সভাপতি তৈমুর হোসেন,কৃষক নেতা আবু জাহেদ জুয়েল, বাংলাদেশ নারী মুক্তি সংসদের জেলা কমিটি সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আফরোজা রিকা, কেন্দ্রীয় সদস্য ও জেলা যুব মৈত্রীর সভাপতি অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, কৃষক নেতা আনোয়ারুল ইসলাম, যুব মৈত্রীর সহ. সম্পাদক আলমগীর হোসেন, সম্পাদক নাজমুল হূদা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র মৈত্রীর সভাপতি বিষুরাম মুর্মু প্রমুখ। এসময় এলাকার হাজার হাজার মানুষ , কৃষক,শ্রমিক সাধারণ মানুষ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী উপস্থিত ছিলেন।